শিরোনাম
◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার ◈ প্রকাশ্যে হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আলটিমেটাম ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন ◈ কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান ◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক‌ঠিন প্রতিপক্ষ বাংলাদেশ‌কে হারা‌নো ক‌ঠিন: নেদারল‌্যান্ডস অ‌ধিনায়ক এডওয়ার্ডস

স্পোর্টস ডেস্ক : সি‌লে‌টে অবস্থান কর‌ছে নেদারল‌্যান্ডস ক্রিকেট দল। সেখা‌নে তারা স্বাগ‌তিক বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে।

 আগামী ৩০ আগস্ট লিটন কুমার দাসদের মুখোমুখি হবে ডাচরা। তার আগে বাংলাদেশকে বেশ সমীহ করছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

টাইগারদের কঠিন প্রতিপক্ষ হিসেবে মানলেও উপমহাদেশে অনেক ক্রিকেটারের খেলার থাকায় ভালো করতে আত্মবিশ্বাসী ডাচ অধিনায়ক। সেই অনুযায়ী সিলেটে প্রস্তুতি নিচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা।

এডওয়ার্ডস বলেন, ‘আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিসই পান। 

আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন-বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগতে থাকে।

উপমহাদেশের উইকেটে স্পিনারা বেশি সুবিধা পেয়ে থাকে। মূলত টার্নিং উইকেট হওয়ায় লো-স্কোরিং ম্যাচ দেখা যায় বেশি। সিলেটে আসার পর থেকেই উইকেট অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন এডওয়ার্ডস।

ডাচ অধিনায়ক বলেন, ‘আমি আসলে এখনো উইকেট দেখিনি। আমি মনে করি, আমরা হয়তো আজকে একটু পরে বা আগামীকাল গিয়ে দেখব। কিন্তু সব রিপোর্ট অনুযায়ী শুনেছি যে এটা সিলেটে ভালোভাবে ব্যবহার করা যাবে। তাই আমি মনে করি আমরা নিচু বাউন্স এবং টার্নিং উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়