শিরোনাম
◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল ◈ বাংলাদেশের বিমানবাহিনীর আধুনিকায়ন: চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ ◈ এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট! ◈ ম‌্যান‌চেস্টার  ইউনাই‌টে‌ডের বেহাল দশা, কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় ◈ নতুন আই‌নে অনলাইন গে‌মিং বিল পাস হওয়ায় ভার‌তের ক্রিকেট শি‌ল্পে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি ◈ জমে উঠছে ডাকসুতে ভোটের লড়াই

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বীরেন্দ্র শেহবাগের হুংকার, এ‌শিয়া কাপ জিত‌বে ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়া  কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ভারত মাঠে নামার আগেই বীরেন্দ্র শেহবাগের মতো প্রাক্তন ওপেনার বলে দিলেন, এশিয়া কাপের সব থেকে ভাল দল ভারতই। 

সোনি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বীরু বলেন, ''আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা সদ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমি নিশ্চিত এশিয়া কাপে আমরাই সেরা দল। আশা করি এশিয়া কাপও জিতব।

শেহবাগ বলছেন, তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারতীয় দল বেশ শক্তিশালী। তার উপরে রয়েছে সূর্যকুমারের নির্ভীক নেতৃত্ব। এশিয়া কাপ ভারত কিন্তু জিততেই পারে। সূর্য আক্রমণাত্মক নেতৃত্ব করে। ওর মানসিকতা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানানসই।

এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাজিদ খান জানিয়েছেন, বিভিন্ন দেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদব রান পেলেও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তিনি কার্যকরী ভূমিকা অবলম্বন করতে পারেননি।

এশিয়া কাপে ভারত দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব অধিনায়ক। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। বাজিদ খান পি টিভি-তে ভারতীয় দল নিয়ে কাটাছেঁড়া করছিলেন।

সেই সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''ভারতের সব প্লেয়ারই এককথায় দুর্দান্ত। এমন কেউ নেই যার সম্পর্কে বলা যায় যে দক্ষতা নেই। রোহিত শর্মা ও বিরাট কোহলি যে তীব্রতা এনে দেয় দলে, সেটা ভারত মিস করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়