মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ‘সবার জন্য নিশ্চিত আবাসন’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরা ক্লাবে শুরু হয়েছে তিনদিনব্যাপী আবাসন মেলা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মেলার উদ্বোধন করেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা তারিক আনাম খান।
মেলার আয়োজন করেছে ডিপওয়ার্ক কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল তাহের, এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)-এর বাংলাদেশ ব্যুরো প্রধান সাংবাদিক জুলহাস আলম রিপনসহ ক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা।
এবারের মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডেভেলপার ও ল্যান্ড কোম্পানিগুলো। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: বায়োবিল্ড ডেভেলপমেন্ট, ভাইয়া হোটেলস, প্রাইম ব্যাংক, পূর্বাচল মেরিন সিটি, রূপায়ন ল্যান্ড ডেভেলপমেন্ট, মেগা বিল্ডার্স, কনকর্ড ব্রোকারেজ, ইনডিগো মার্বেলস অ্যান্ড গ্রানাইটসসহ আরও অনেকে।
আরএকে সিরামিকস এবারের মেলায় ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। তিনদিনব্যাপী এই মেলায় দর্শনার্থীরা ফ্ল্যাট, প্লট ও হোটেল-রিসোর্ট প্রকল্পে আকর্ষণীয় ডিসকাউন্ট, বিনামূল্যে আইনি ও স্থাপত্য পরামর্শ, বিশেষ অফার এবং র্যাফেল ড্র’তে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া কিউআর কোড স্ক্যান করে জেতা যাবে ঢাকা-নেপাল বিমান টিকিট। আর বুকিং দিলেই মিলবে মালয়েশিয়া বা ব্যাংকক ভ্রমণের সুযোগ।