মনিরুল ইসলাম :শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে তিনি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে এয়ারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজা বাসভবনে ফিরেছেন বেগম খালেদা জিয়া।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে একটি ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে তিনি তার ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় থাকেন এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। ঢাকায় ফেরার পর নিজ বাসায় থেকেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এর আগেও একবার রাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তবে লন্ডনের চিকিৎসকরা ঝুঁকি বিবেচনায় তার লিভার প্রতিস্থাপন করেননি।