শিরোনাম
◈ জাপায় নতুন মোড়: আনিসুল ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়ে বহিষ্কৃতদের করলেন পুনর্বহাল ◈ শেরপুর জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের এক বছর: এখনও অধরা ৩০০-র বেশি আসামি ◈ বাকৃবিতে ব্যতিক্রমী উদ্যোগ: মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত হল কর্মচারীরা ◈ ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন নিহত ◈ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে 'ধোঁয়াশা ◈ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়বে গরম ◈ এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহর উপ-মহাসচিব ◈ বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা ◈ বাতিল হয়ে গেলো ‌মে‌সির আর্জেন্টিনা দলের ভারত সফর ◈ ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থা‌নে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানের জা‌র্সি গা‌য়ে দর্শককে অপমান কর‌লো নিরাপত্তা কর্মী

স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড টেস্টে এক পাকিস্তানি দর্শককে পাকিস্তানের জার্সি ঢেকে ফেলতে বলা হয়। স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা এমনটা করেছেন। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে।

ফারুক নাজার নামের ওই পাকিস্তানি পুরো ব্যাপারটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ---- ডেই‌লি ক্রিকেট

ভিডিওতে দেখা যায় গ্যালারিতে পাকিস্তানি জার্সি পরে খেলা উপভোগ করছিলেন ওই দর্শক। কিন্তু এক পর্যায়ে একজন সিকিউরিটি এসে তাকে জার্সিটি ঢেকে ফেলতে বলে।

ল্যাঙ্কশায়ার কর্তৃপক্ষের নির্দেশ আছে জানিয়ে সিকিউরিটি জার্সি ঢেকে ফেলতে বলে। তবে ওই দর্শক এ ব্যাপারে লিখিত কোনো নির্দেশনা আছে কিনা জানতে চান। সাধারণ স্টেডিয়ামের গ্যালারিতে কোনো নির্দিশট জার্সি নিষিদ্ধ করার ঘটনা স্বাভাবিক না।

পরে আরও কয়েকজন সিকিউরিটি এসেও একই নির্দেশনা দেয়। তবে নিজের জায়গায় অনড় ছিলেন পাকিস্তানি দর্শক। শেষ পর্যন্ত মাঠ ছাড়লেও জার্সি খুলে ফেলেননি কিংবা ঢেকে ফেলেননি।

মূলত ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব ক্রিকেটেও প্রভাব ফেলছে বলেই এমন ঘটনা ঘটেছে, ধারণা করা হচ্ছে। বিশেষ করে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার দলের মালিকানা ভারতীয়দের হতে যাচ্ছে বলেই পাকিস্তানিদের নিয়ে বিতর্কিত ঘটনা। অনেকেই এমনটা উল্লেখ করেছেন।

ঘটনা তদন্ত করে দেখা প্রতিশ্রুতি দিয়েছে ল্যাঙ্কশায়ার। তারা যেমনটা বলছে, 'আমরা ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত এবং পুরো ঘটনা ও প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তদন্ত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়