শিরোনাম
◈ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু ◈ যারা হতাশ হয়, তারা সারা জীবনই হতাশ থাকে: মির্জা ফখরুল ◈ অস্ত্রভান্ডার শ‌ক্তিশালী কর‌তে শতাধিক ব্রহ্মস ‌ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিনবে ভারত! ৬৭,০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন ◈ আমার খেলার মান সবার জানা, এটা প্রমাণ করার কিছু নেই: নেইমার ◈ নেতাদের অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি ◈ হাসিনা-উত্তর বাংলাদেশের নতুন রাজনৈতিক দৃশ্যপট! ◈ জাপায় নতুন মোড়: আনিসুল ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়ে বহিষ্কৃতদের করলেন পুনর্বহাল ◈ শেরপুর জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের এক বছর: এখনও অধরা ৩০০-র বেশি আসামি ◈ বাকৃবিতে ব্যতিক্রমী উদ্যোগ: মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত হল কর্মচারীরা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থা‌নে

স্পোর্টস ডেস্ক : ক'‌দিন আ‌গে ইংল্যান্ডের মাটিতে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। যদিও প্রথম তিন টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক ইংলিশরা। 

এরপর ম্যানচেস্টারে ড্র এবং ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের পর ভারত ড্র দিয়ে সফর শেষ করল। যা বদলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের সমীকরণও।

বর্তমানে টেস্টের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে ভারত। ওভাল টেস্টের আগে তিনে ছিল বেন স্টোকসের ইংল্যান্ড। শেষ ম্যাচ হেরে তারা চারে নেমে গেছে। ৫ ম্যাচে ২ জয় ও একটিতে ড্র করা ভারতের জয়ের শতাংশ ৪৬.৬৭ (২৮ পয়েন্ট)। চারে থাকা ইংলিশরা ৪৩.৩৩ শতাংশ পয়েন্ট (২৬) পেয়েছে।

ভারত এবং ইংল্যান্ড উভয় দলের জন্যই এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের (২০২৫-২৭) প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর (স্লো) ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুটি পয়েন্ট কেটে নেয় আইসিসি। তাই সমান জয়-ড্র নিয়েও ভারতের নিচে চলে গেছে তারা।

এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে গত চক্রের রানার্সআপ অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে শিরোপা হারানো অজিরা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে শতভাগ জয় পেয়েছে। তাদের পয়েন্ট ৩৬ (শতাংশের ভিত্তিতে যা শতভাগ)। দুইয়ে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১টি করে জয় ও ড্র নিয়ে তাদের পয়েন্টের (১৬) শতাংশ ৬৬.৬৭।

একই সিরিজে বাংলাদেশ একটি টেস্ট ড্র করেছে। জয়ের সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ। একটি করে হার ও ড্র নিয়ে তাদের পয়েন্ট ৪ (১৬.৬৭ শতাংশ)। ফলে টেস্টের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ ছাড়া তিন ম্যাচেই পরাজিত ক্যারিবীয়রা ছয়ে রয়েছে। চলমান টেস্ট চ্যাম্পিয়ন চক্রে এখনও ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তথ‌্যসূত্র, ঢাকা‌পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়