শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রজল থেকে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার ◈ বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার ◈ নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনে রদবদল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের ৩.৮ কো‌টি ভিক্ষুক বছ‌রে ৪২ বি‌লিয়ন ডলার আয় ক‌রেন: দ্যা ড‌নের প্রতি‌বেদন: ◈ ৫ দফা আবেদন, তবু সংস্কার হয়নি রাজিবপুর-উচাখিলা সংযোগ সড়কের ৩০০ মিটার পথ ◈ ২০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফারে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবে যোগ দি‌লেন দ‌ক্ষিণ কো‌রিয়ার সন ◈ বিদেশি ঋণ ব্যবহারে ধীরগতি: নতুন ঋণের আগে কঠোর পূর্বশর্ত আরোপ সরকারের ◈ তারেক রহমানের সঙ্গে ১২ দলের নেতাদের বৈঠক শুক্রবার ◈ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে 'নন-ডিসক্লোজার' চুক্তি প্রকাশযোগ্য নয়: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০২:২৫ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত নায়েবে আমির (ভিডিও)

আগামীর নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।’

আজ বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। তাছাড়া নির্বাচনের উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।’

জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি এ অন্তর্বর্তীকালীন সরকারকেই দেবার দাবি জামায়াতের- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্খা। তবে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জামায়াতের বলেও জানান তিনি।

মো. তাহের বলেন, ‘স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে ১০ মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত ৭৫ এর পটপরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ ও দেশ পরিচালনা, দল গঠন, সামরিক প্রশাসক থেকে প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণসহ ৭৫ থেকে ৭৯ পর্যন্ত শাসনকালের গণভোট, অধ্যাদেশ জারি করে তার ক্ষমতায় আরোহন ও দেশ পরিচালনার মত বৈধতা দিয়েছিল যা পরবর্তী সংসদ অনুমোদন করে। উপরন্তু ১৯৯০ এর গণঅভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি সাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি ভিত্তি না থাকায় এ রূপরেখার অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। অতীতে এত নজির থাকার পরও এখন জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে বাধা কোথায়?’

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও বা গণভোট এর মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোসরদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘বাংলাদেশের আপামর জনতা জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল তা পূরণ না হওয়ায় জনগণের মাঝে দেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবারসহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমতাবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লেখিত জনআকাক্সক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়