স্পোর্টস ডেস্ক : আবার প্রত্যাবর্তন হতে চলেছে প্রশাসক সৌরভ গাঙ্গুলির। সিএবির প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন মহারাজ। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। তার আগেই বড় ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতির পদের জন্য লড়বেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এবার তাতে সিলমোহর দিলেন খোদ সৌরভ। মঙ্গলবার ইডেন ছাড়ার সময় জানান, প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। তবে শেষপর্যন্ত নির্বাচন হবে কিনা সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না। সিলেকশন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে সৌরভের সিএবির মসনদে ফেরা সময়ের অপেক্ষা।
এর আগেও সিএবির সভাপতি ছিলেন। তারপর বিসিসিআইয়ের সভাপতি হন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কমিটিতেও আছেন। ক্রিকেট পরবর্তী জীবনে তাঁকে একাধিক ভূমিকায় দেখা যায়। সফল অধিনায়কের পাশাপশি প্রশাসক হিসেবেও সফল সৌরভ।
বোর্ডের সভাপতিত্ব ছাড়ার পর আইপিএলের সঙ্গে যুক্ত হন। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের ভূমিকা পালন করেন। কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেন। তাঁর কাছে প্রশ্ন ছিল, রাজনীতি না কোচিং। দ্বিতীয় বিকল্প বেছে নেন। সৌরভ জানান, ভারতীয় দলকে কোচিং করাতে ইচ্ছুক তিনি। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখছেন। আবার ফিরছেন ক্রিকেট প্রশাসনে।
সিএবির অন্দরমহলে বর্তমানে অনেক কিছু চলছে। দুর্নীতি ছেয়ে গিয়েছে। সৌরভ সভাপতির পদে এলে অনেক অঙ্কই বদলে যাবে।
সিএবির যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সবদিক খতিয়ে দেখার পর তাঁকে শোকজ করে সিএবির অ্যাপেক্স কাউন্সিল। সোমবার জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ দিনের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে দেবব্রত দাসকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। সিএবির কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল।
উয়াড়ি ক্লাবের শীর্ষকর্তার বিরুদ্ধে ক্লাবের অ্যাকাউন্টস গরমিল এবং তহবিল তছরুপের অভিযোগ ওঠে। যদিও সেই বিষয়ে এখনও কোনও রায় জানানো হয়নি।
এদিকে ৩০ আগস্ট সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগের দু'বছরের মতো এবারও ধনধান্য অডিটোরিয়ামে হবে। আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ সিং, জাহির খান এবং হরভজন সিংকে। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন সুদীপ ঘরামী। জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ারের পুরস্কার পাবেন শাহবাজ আহমেদ।
বর্ষসেরা ফাস্ট বোলার সায়ন ঘোষ। রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরস্কার পাবেন সুদীপ চ্যাটার্জি। রঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পাবেন সুরজ সিন্ধু জয়েসওয়াল। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার তনুশ্রী সরকার। মেয়েদের ক্রিকেটে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রানের পুরস্কারও তিনিই পাবেন।
একদিনের টুর্নামেন্টে সর্বোচ্চ রানের পুরস্কার পাবেন ধারা গুজ্জার। মেয়েদের একদিনের টুর্নামেন্ট এবং টি-২০ তে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর পুরস্কার পাবেন সাইকা ইশাক।