শিরোনাম
◈ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু ◈ যারা হতাশ হয়, তারা সারা জীবনই হতাশ থাকে: মির্জা ফখরুল ◈ অস্ত্রভান্ডার শ‌ক্তিশালী কর‌তে শতাধিক ব্রহ্মস ‌ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিনবে ভারত! ৬৭,০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন ◈ আমার খেলার মান সবার জানা, এটা প্রমাণ করার কিছু নেই: নেইমার ◈ নেতাদের অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি ◈ হাসিনা-উত্তর বাংলাদেশের নতুন রাজনৈতিক দৃশ্যপট! ◈ জাপায় নতুন মোড়: আনিসুল ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়ে বহিষ্কৃতদের করলেন পুনর্বহাল ◈ শেরপুর জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের এক বছর: এখনও অধরা ৩০০-র বেশি আসামি ◈ বাকৃবিতে ব্যতিক্রমী উদ্যোগ: মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত হল কর্মচারীরা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না-কথাটির জীবন্ত উদাহারণ, দিনাজপুরের যুবক আফসারুল ইসলাম

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না, এই কথাটির জীবন্ত উদাহারণ দূর্ঘটনায় পঙ্গু হওয়া যুবক আফসারুল ইসলাম। আফসারুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বালান্দোর গ্রামের জয়নাল আবেদীন ও নুর নেহার দম্পত্তির ছেলে।

চিকিৎসক জানিয়েছেন দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করা হলে আফসারুল স্বাভাবিক ভাবে চলা-ফেরা করতে পারবে। এর জন্য দরকার ৬ থেকে ৭ লাখ টাকা।

জানা গেছে, এক সময় ট্রাকের হেলপার হিসাবে কাজ করা আফসারুল গত ২০১৪ সালে একটি দূর্ঘটনায় দুই পায়ে চলার শক্তি হারিয়ে ফেলে। চিকিৎসায় সহায় সম্বল সব হারিয়ে জীবন ফিরে পেলেও সে তার দুই পায়ে চলার শক্তি হারিয়ে ছেলে। এখন হুইল চেয়ার ব্যবহার করে বাড়ীর পাশে বুড়ির হাট বাজারে ছোট্র একটি ফ্লেক্সিলোডের দোকান করে পরিবারটি চালায় সে।

আফসারুল জানায়, আমি চিকিৎসা নিয়ে বাড়ীতে আসার পর বাবা জয়নাল আবেদীন মারা যান। আমার দূরবস্থা দেখে ওই বছরেই সম্পর্ক ছিন্ন করে বড়ভাই আনারুল তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান। স্ত্রী মমতাজ বেগম মনি আমাকে ও ছেলে মোহনকে ফেলে পিতার বাড়িতে গিয়ে আমাকে তালাক নামা পাঠিয়ে দেয়।

এখন এই পঙ্গু অবস্থায় আমাকে আমার বৃদ্ধা মা, স্কুল পড়ুয়া ছেলে মোহন ও কলেজ পড়ুয়া ভাতিজা মিলনের মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিতে এবং পড়া-লেখার খরচ চালাতে প্রতিনিয়ত হিম-শিম খেতে হচ্ছে।

সে জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা করালে সুস্থ্য হয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবো। এর জন্য ৬ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। আমি এই টাকার জন্য সরকারসহ দেশের দানশীল ব্যাক্তিদের কাছে আবেদন করছি। আপনারা আমাকে ও আমার পরিবারটিকে বাঁচাতে দয়া করে এগিয়ে আসুন।

স্থানীয় এলাকাবাসী পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম, আব্দুল লতিফ, রাশেদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান, ব্যবসায়ী আলমগীর হোসেন, গৃহিনী গলেনুর বেগম, ছাত্রী ফাইমাসহ অনেকে জানান, আফসারুল ও তার পরিবারটি খুবই অভাবের মধ্যে আছেন। শুনেছি তার চিকিৎস্যার জন্য অনেক টাকা লাগবে। তাই দেশের সরকার, মানবিক সংগঠন ও দানশীল ব্যাক্তিগণকে তাকে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান করছি।

আফসারুলের মা নুর নেহার কান্না বিজড়িত কন্ঠে বলেন, এক্সিডেন্টে মোর ব্যাটা পঙ্গু হই গেইছে। ওর চিকিৎস্যা করিবা যাই হামেরা সহায়-সম্ভল সব শেষ করি দিছি। ছোওয়াটা ভাল না হইলে হামাক কে দেখিবি, আর কে খিলাবি। সরকার ও দানশীল মানুষরা যদি দয়া করে তা হইলে আফসারুল ভালো হবি। হামেরাও বাঁচিমো।
 
আফসারুলের চিকিৎসার জন্য সকলকে তার পার্সনাল নগদ ও বিকাশ নং +৮৮০১৩২৯৪৪০৫০০-তে আর্থিক সাহায্য পাঠানোর জন্য সে এবং তার পরিবারের লোকজন অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়