শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আবা‌রো মেসি ম্যাজিক, আবা‌রো ইন্টার মায়ামির বড় ব্যবধানে জয়

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টাইন লিও‌নেল মে‌সি টানা পাঁচ ম্যাচে জোড়া গোল ক‌রে‌ছেন, গড়েছেন ইতিহাস। দলও জিতেছে তার নৈপুণ্যে। মাঝে এক ম্যাচে পাননি গোলের দেখা, দলও পায়নি জয়ের ছোঁয়া। 

তবে রোববার (২০ জুলাই) আবারও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলও জিতেছে বড় ব্যবধানে। নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

এদিন অবশ্য শুরুতেই ঝলক দেখায় স্বাগতিক নিউইয়র্ক রেডবুলস। মাত্র ১৫ মিনিটেই আলেক্সান্ডার হ্যাকের গোলে১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

তবে, ম্যাচে ফিরতে সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে সতীর্থ আলবাকে কয়েকজনের মাঝখান দিয়ে রক্ষণচেরা একটি পাস বাড়ান মেসি, আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জোরালো শটে স্প্যানিশ লেফটব্যাক সেটি জালে জড়ান। 

মিনিট দুয়েক পরই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় ফ্লোরিডার ক্লাবটি। এবারও মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা, এরপর তেলাসকো সেগোভিয়া হয়ে সেটি জালে। প্রথমার্ধের যোগ করা সময়েই ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।

মেসি প্রথম স্কোরবোর্ডে নাম তোলেন ৬০ মিনিটে। সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি। ১৫ মিনিট বাদেই বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়