শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন পূজা দাস। অন্য তিন গোল করেছেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদা খন্দকার।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল।

৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।

যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে চার মিনিটে ২ গোল দিয়েছিল, সেই দলটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট।

একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে শ্রীলঙ্কার গোলমুখে বল ঘোরাঘুরি করছিল। বল এর পা ওর পা থেকে পেয়ে যান কানন রানী বাহাদুর। তিনি কোনো ভুল করেননি, গোল করে লিড এনে দেন দলকে।

দ্বিতীয় গোল এসেছে প্রথমার্ধের ইনজুরি সময়ে। বক্সে ঢুকে তৃষ্ণা রানী যে শট নেন, তা শ্রীলঙ্কার গোলরক্ষকের হাত হয়ে ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে গোল করেন পূজা দাস।

দ্বিতীয়ার্ধে পিটার বাটলার পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করেন। পাঁচজন খেলোয়াড় বদল করেন তিনি। আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেলহা মারমা ও শান্তি মারডিকে নামিয়ে লঙ্কার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে।

বাংলাদেশ একের পর এক আক্রমণ করে। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো হয়ে যান বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা। ৫৫ মিনিটের মধ্যে বাংলাদেশ গোটা চারেক গোলের সুযোগ হারায়।

শ্রীলঙ্কার গোলপোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন থারুশিখা। বারবার তিনি বাংলাদেশের আক্রমণগুলো নস্যাৎ করেন। পোস্টে লেগেও ফিরেছে একাধিকবার।

৭৩ মিনিটে গিয়ে ব্যবধান ৩-০ করেন পূজা দাস। বক্সের অনেক বাইরে থেকে পূজা যে শট নেন, তা হাতে লাগিয়েছিলেন লঙ্কান গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। বল জড়িয়ে যায় জালে।

৮৭ মিনিটে গোলের দেখা পান তৃষ্ণা রানী। একজনকে কাটিয়ে তিনি ঢুকে পড়েন শ্রীলঙ্কার বক্সে। গোলরক্ষক এগিয়ে এসে বল ঠেকাতে চেষ্টা করেছিলেন। তবে তাকেও পরাস্ত করে বল জালে পাঠান তৃষ্ণা।

ইনজুরি সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়