শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১২:১৩ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফর‌মেন্স বাংলা‌দেশ নারী দ‌লের, এ‌দিন  তৃষ্ণা রানীর জোড়া গোলে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনার পরিবর্তে অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। যদি বাংলাদেশ এবং নেপাল উভয় দলই তাদের পরবর্তী ম্যাচ জিতে, তাহলে ২১ জুলাই অনুষ্ঠিতব্য এই দুই দলের ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনালে পরিণত হবে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও ৩২ মিনিট পর্যন্ত ভুটান প্রতিরোধ গড়ে তোলে। তবে, ৩৩ মিনিটে বদলি খেলোয়াড় স্বপ্না রানীর পাসে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে লিড এনে দেন তৃষ্ণা রানী। তৃষ্ণার এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে আক্রমণ এবং বল পজিশনে পুরো সময় জুড়েই দাপট দেখায় স্বাগতিকরা।

 বিরতির পর বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করে। ৫৫ মিনিটে স্বপ্নার কর্নার থেকে রুমা আক্তারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে বক্সের ভেতর তৃষ্ণা রানি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ, কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন স্বপ্না। ৬৪ মিনিটে ভুটানের সাঙ্গে ওয়াংমো গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়ে গেলেও মিলি দারুণ দক্ষতায় তাঁর শট রুখে দেন।

তবে, ৬৫ মিনিটে মুনকি আক্তারের দারুণ প্রচেষ্টায় দ্বিতীয় গোলের দেখা পান তৃষ্ণা। মুনকি ভুটানের ডিফেন্ডার সোনাম ইয়াংকে প্রতিহত করলে বল পেয়ে যান তৃষ্ণা এবং ডান পায়ের কোনাকুনি শটে জাল কাঁপাতে কোনো ভুল করেননি। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ান স্বপ্না, রুমার পাস থেকে তাঁর দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করলে রেফারি গোলের বাঁশি বাজান।

এই দুর্দান্ত জয়ের ধারা বজায় রেখে বাংলাদেশ দল এখন টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়