স্পোর্টস ডেস্ক : আগামী ১৭ আগস্ট স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হবে। প্রথম দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সা অ্যাওয়ে ম্যাচ খেলবে ম্যালোরকার বিপক্ষে। অপরদিকে, নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ এদিন মোকাবিলা করবে এসপানিওলের।
মৌসুমের প্রথম ক্লাসিকো হবে চলতি বছরের ২৬ অক্টোবর। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দ্বিতীয় ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ মে। সেবার বার্সার ঐতিহ্যবাহী মাঠ ক্যাম্প ন্যু’তে রিয়ালকে আতিথ্য দেবে কাতালানরা।