শিরোনাম
◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ১২ দিনের মাথায় প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ তারকা

স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়াগো জোতা। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। এমন খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাইনিউজ।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা থেকে জানা গেছে,  জোটা তার ছোট ভাই আন্দ্রে জোতার সঙ্গে একটি ব্যক্তিগত গাড়িতে করে ভ্রমণ করছিলেন। স্পেনের

এ‑৫২ হাইওয়ের সানাব্রিয়া অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আঘাত করে। দুর্ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

মাত্র ২৮ বছর বয়সে জীবন প্রতিভাবান ফরোয়ার্ডের জীবন থেমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে।

জোতা ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন। ক্লাবটির  তিনি প্রথম একাদশে থাকা খেলোয়াড়দের একজন। দিয়েগো জোতার তিনটি সন্তান আছে। মাত্র দিন দশেক আগে বান্ধবী রুতে কার্দেসোকে বিয়ে করেছিলেন তিনি। 

জোতার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন, নিজেদের বিধ্বস্ত বলছে তারা, 'পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল আজ সকালে স্পেনে দিয়েগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুর খবরে চূড়ান্তভাবে বিধ্বস্ত ও মর্মাহত।'

'জাতীয় দলের হয়ে প্রায় ৫০ ম্যাচ খেলা জোতা কেবল দারুণ একজন খেলোয়াড়ই নয়, ছিলেন এক অনন্য মানুষ, যিনি সতীর্থ ও প্রতিপক্ষ—সবার কাছেই শ্রদ্ধার পাত্র ছিলেন। তার প্রাণবন্ততা সকলের প্রিয় করে তুলেছিল।'

পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন,  'আমার পক্ষ থেকে এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, আমি দিয়াগো ও আন্দ্রে সিলভার পরিবারের সদস্যদের, বন্ধুদের, লিভারপুল এফসির প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়