শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে ইসরায়েল-বিরোধী তীব্র বিক্ষোভের ঘটনায় মাঠ উত্তপ্ত হয়ে উঠেছিল। অল বয়েজ ক্লাবের সমর্থকরা আটলান্টার বিপক্ষে ম্যাচের সময় ইরান ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে, ইসরায়েলি প্রতীক সম্বলিত কালো কফিন প্রদর্শন করে দেশটির সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 

আটলান্টা ক্লাবটি ঐতিহাসিকভাবে আর্জেন্টিনার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ায় এই বিক্ষোভ আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। -- চ‌্যা‌নেল২৪

ম্যাচ শুরুর আগে মুখোশধারী অল বয়েজ সমর্থকরা ফ্লোরেস্টার স্টেডিয়ামের বাইরে ইসরায়েল ও আটলান্টার পতাকাযুক্ত একটি কফিন বহন করে এবং কালো ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। স্টেডিয়ামের ভেতরে ‘ইসরায়েলের গণহত্যাকারী শাসনের মৃত্যু হোক’ লেখা ব্যানার প্রদর্শিত হয় এবং দর্শকদের মধ্যে ‘ফ্রি ফিলিস্তিন’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়। ম্যাচের মাঝপথে ফিলিস্তিনি পতাকা বহনকারী একটি ড্রোন মাঠের উপর দিয়ে উড়লে খেলা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

গত বছরও এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে একই ধরনের বিক্ষোভ দেখা গিয়েছিল, যা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে বৈশ্বিক ক্ষোভের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের ৭ জুন পাঁচজন অল বয়েজ সমর্থককে ইসরায়েল-বিরোধী স্লোগান ও কফিন বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। বুয়েনস আইরেস ফুটবল নিরাপত্তা কমিটি তাদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

এদের মধ্যে প্রধান সংগঠক গ্যাস্টন পানজিনি ৪ বছরের নিষেধাজ্ঞা পান আর ক্লদিও ওজেদা, লুকাস কালবানেস, গুস্তাভো দেল কান্তো ও লিওনার্দো দি লরেঞ্জো এক বছরের নিষেধাজ্ঞা পান। এছাড়া, ক্লাবটিকে দুটি ম্যাচে ড্রাম ও ব্যানার নিয়ে আসতে নিষেধ করা হয় এবং বৈষম্যবিরোধী বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়