শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্বাগ‌তিক মিয়ানমারের বিরু‌দ্ধেও দুর্দান্ত পারফর্ম করতে চান তহুরা

স্পোর্টস ডেস্ক :  উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রোববার (২৯ জুন) র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। তা‌দের ৭-০ গো‌লে হা‌রি‌য়ে দেয় বাংলা‌দেশ।

ম্যাচ শেষে তহুরা বলেন, ‘আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।

আরও বলেন, ‘অবশ্যই…এই যে বাংলাদেশি দর্শক যারা আছে, তারা আমাদের অনেক সমর্থন করেছে, প্রথম থেকেই অনেক চিল্লাচিল্লি করেছে (আমাদের অনুপ্রাণিত করার জন্য)। তো উনাদের প্রতি কৃতজ্ঞতা, সবাইকে অনেক ধন্যবাদ যে, আমাদের অনেক সমর্থন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’ 
 
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের, যারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে শুরু করেছে বাছাই। স্বাগতিকদের বিপক্ষে তহুরাদের সবশেষ ম্যাচের স্মৃতি বড্ড তেতো, ২০২০ অলিম্পিকস বাছাইয়ে ৫-০ গোলে হারতে হয়েছিলো। তবে এবার অনেক কারণেই আশাবাদী তহুরা। 

আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসাথে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।’ 
 
‘সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়