শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০২:২৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কমনওয়েলথ গেমসে ২০ ক্রীড়াবিদ পাঠাবে বাংলাদেশ: বিওএর সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে বাংলাদেশ থেকে অংশ নেবেন ২০ জন ক্রীড়াবিদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় জানানো হয়, অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকস—এই চারটি ডিসিপ্লিন থেকে প্রাথমিকভাবে ১৫ জন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া ভারোত্তোলনে কোয়ালিফিকেশন অর্জনের ভিত্তিতে আরও পাঁচজন ক্রীড়াবিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে—এশিয়ান যুব গেমস, ইসলামিক সলিডারিটি গেমস এবং সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত করা হবে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্রীড়াবিদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এছাড়া সভায় ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, এই কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে, যেন ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর, উপ-মহাসচিব, কোষাধ্যক্ষসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়