শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকা‌পে পিএসজিকে হারিয়ে দিলো ব্রাজিলের দল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে আ‌ধিপত‌্য বিস্তা‌নের পর ক্লাব বিশ্বকাপেও দারুণ খেল‌ছে পিএস‌জি, ত‌বে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া দলটা‌কে এবার মাটিতে নামিয়ে আনলো ব্রাজিলের ক্লাব দল বোতাফোগো। ইগর জেসুসের একমাত্র গোলে ১-০ গোলে জিতেছে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা।

এই জয়ে বোতাফোগো ইতিহাসই গড়ে ফেলেছে বটে। শেষ ১৩ বছরে ইউরোপের কোনো দলকেই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার কোনো দল। সে খরাটা আজ কাটাল ব্রাজিলের এই দলটা।

ম্যাচে অবশ্য সব দিক থেকেই আধিপত্য ছিল পিএসজির। বলের দখল থেকে শুরু করে পাস, শট, সবকিছুই বেশি ছিল পিএসজির। তবে সবচেয়ে মূল্যবান জায়গাতেই আধিপত্য দেখিয়েছে বোতাফোগো, লক্ষ্যে শট ছিল তাদের বেশি। ৪টা শট করেছে লক্ষ্যে, তারই একটা চলে গেছে জালে।

সে গোলটা এসেছে ম্যাচের ৩৬ মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো সাভারিনোর পাস থেকে বল চলে যায় ইগর জেসুসের পায়ে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে তিনি বেরিয়ে যান। এরপরও গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে বোকা বানিয়ে বল জড়ান পিএসজির জালে।

এরপর থেকে পিএসজি একের পর এক আক্রমণ শানিয়েছে সে গোল শোধ করার। তবে সেসব চেষ্টা আর আলোর মুখ দেখেনি। ফলে পিএসজি হার নিয়ে মাঠ ছাড়ে। 

২০১২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে করিন্থিয়ান্স হারিয়েছিল চেলসিকে। এরপর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে আর দক্ষিণ আমেরিকান কোনো দলই ইউরোপের দলগুলোকে হারাতে পারেনি। সে ধারা ইতি টানল আজ বোতাফোগো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়