শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা গণভবনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ পিএসজিকে হা‌রি‌য়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি ◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও)

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকা‌পে পিএসজিকে হারিয়ে দিলো ব্রাজিলের দল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে আ‌ধিপত‌্য বিস্তা‌নের পর ক্লাব বিশ্বকাপেও দারুণ খেল‌ছে পিএস‌জি, ত‌বে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া দলটা‌কে এবার মাটিতে নামিয়ে আনলো ব্রাজিলের ক্লাব দল বোতাফোগো। ইগর জেসুসের একমাত্র গোলে ১-০ গোলে জিতেছে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা।

এই জয়ে বোতাফোগো ইতিহাসই গড়ে ফেলেছে বটে। শেষ ১৩ বছরে ইউরোপের কোনো দলকেই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার কোনো দল। সে খরাটা আজ কাটাল ব্রাজিলের এই দলটা।

ম্যাচে অবশ্য সব দিক থেকেই আধিপত্য ছিল পিএসজির। বলের দখল থেকে শুরু করে পাস, শট, সবকিছুই বেশি ছিল পিএসজির। তবে সবচেয়ে মূল্যবান জায়গাতেই আধিপত্য দেখিয়েছে বোতাফোগো, লক্ষ্যে শট ছিল তাদের বেশি। ৪টা শট করেছে লক্ষ্যে, তারই একটা চলে গেছে জালে।

সে গোলটা এসেছে ম্যাচের ৩৬ মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো সাভারিনোর পাস থেকে বল চলে যায় ইগর জেসুসের পায়ে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে তিনি বেরিয়ে যান। এরপরও গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে বোকা বানিয়ে বল জড়ান পিএসজির জালে।

এরপর থেকে পিএসজি একের পর এক আক্রমণ শানিয়েছে সে গোল শোধ করার। তবে সেসব চেষ্টা আর আলোর মুখ দেখেনি। ফলে পিএসজি হার নিয়ে মাঠ ছাড়ে। 

২০১২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে করিন্থিয়ান্স হারিয়েছিল চেলসিকে। এরপর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে আর দক্ষিণ আমেরিকান কোনো দলই ইউরোপের দলগুলোকে হারাতে পারেনি। সে ধারা ইতি টানল আজ বোতাফোগো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়