শিরোনাম
◈ বাংলাদেশের ইলিশ আসবে পূজার আগেই, আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ ◈ ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন ◈ এশিয়ান কাপ বাছাইয়ে ইনজু‌রি টাই‌মে ই‌য়ে‌মে‌নের কা‌ছে পরা‌জিত বাংলাদেশ ◈ নেপালের বিরু‌দ্ধে জয় পে‌লো না বাংলা‌দেশ, গোলশূন্য ড্র   ◈ প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ◈ চাঁদপুরে অ্যাম্বুলেন্সে ভারসাম্যহানী নারী ধর্ষণ, চালক আটক ◈ জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন ◈ ওভার-স্টে বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি চালু করছে মালয়েশিয়া, অক্টোবর থেকে কার্যকর ◈ ব্যাংকের মূলধন ১০ শতাংশের কম হলে কর্মকর্তারা বোনাস পাবেন না: গভর্নর আহসান এইচ মনসুর ◈ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৭ বছরের ইয়ামাল ৩০ বছরের বান্ধবীর সঙ্গে ছুটিতে, মডেল দাবি করলেন প্রাণনাশের হুমকি পেয়েছেন

স্পোর্টস ডেস্ক: স্পেনের ফুটবলের বিস্ময় বালক লামিনে ইয়ামাল এখনো প্রাপ্তবয়স্ক নন—বয়স মাত্র ১৭ বছর। কিন্তু সম্প্রতি ছুটিতে ৩০ বছর বয়সী এক মহিলার সঙ্গে ঘুরতে যাওয়ায় বিতর্কে জড়িয়েছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই তরুণ তারকা। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্প্যানিশ মিডিয়ায়।

ইয়ামাল সম্প্রতি ছুটির নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে রিসর্ট, হেলিকপ্টার, বোট এবং সুইমিং পুলে কাটানো সময়ের ঝলক দেখা যায়। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছে—তিনি কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন?

স্পেনের একাধিক গণমাধ্যম দাবি করছে, ইয়ামাল বেড়াতে গিয়েছেন ৩০ বছর বয়সী ফ্লাইট অ্যাটেনডেন্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজের সঙ্গে। কারণ, একই সময়ে একই লোকেশন থেকে দু’জনই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

তবে এই দাবি অস্বীকার করেছেন ইয়ামাল। তিনি জানান, ছুটিতে জাতীয় দলের এক সতীর্থের সঙ্গে গিয়েছিলেন এবং ইনস্টাগ্রামে একটি ডাইনিং টেবিলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন—"আমার বোন দারুণ রান্না করে।" যদিও সেই ছবিতে কাউকেই দেখা যায়নি।

অন্যদিকে, মডেল ফাতি ভাস্কেজও মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমি কিভাবে কাউকে চিনিও না, অথচ এত মানুষ আমার সম্পর্কে বাজে মন্তব্য করছে! এটা তাদের নিজেদের মানসিকতারই পরিচয়। আমি আমার মতো করে শান্তিতে থাকতে পছন্দ করি।”

তিনি আরও দাবি করেন, ইয়ামালের সঙ্গে সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ার পর থেকে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

উল্লেখ্য, গত বছর স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর ইয়ামালের সঙ্গে টিকটক তারকা অ্যালেক্স পাদিয়ার সম্পর্ক ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু সে সম্পর্ক পরে ভেঙে যায়।

ইয়ামালের ব্যক্তিগত জীবনের এমন আলোচনার মাঝেই তার ফুটবল ক্যারিয়ার চূড়ায় রয়েছে—তবে এই বিতর্ক সম্ভবত তাকে নতুন একটি বাস্তবতার মুখোমুখি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়