শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বয়স‌ভি‌ত্তিক সাঁতা‌রের প্রথম দিনে মাইশার নতুন জাতীয় রেকর্ড,  পদ‌কের শী‌র্ষে বি‌কেএস‌পি

‌নিজস্ব প্রতি‌বেদক : জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার প্রথম দিনে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বালিকা ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির মাইশা আক্তার মিম নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০১২ সালে গড়া আনসারের নাজমা খাতুনের রেকর্ড ভেঙেছেন তিনি। 

প্রথম দিন ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি। ১৭ টি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে বিকেএসপির সাঁতারুরা। একটি করে স্বর্ণ জিতেছে শিলাইদাহ সুইমিং ক্লাব, বগুড়া সুইমিং ক্লাব, আলমগীর সুইমিং ক্লাব, ঝিনাইদহ সুইমিং ক্লাব, ডেফোডিল সুইমিং ক্লাব, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও বগুড়া সুইমিং সেন্টার। 

সকালে শুরু হয় প্রতিযোগিতা। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান শাহীন। 

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি সহ মোট ৮০টি টীমের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিয়েছে। সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট সহ (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড, ৫ মি: প্লাটফর্ম ডাইভিং ) মোট ১০৩টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। বয়সভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতাকে ৫টি গ্রুপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) ভাগ করা হয়েছে। 

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদানের পাশাপাশি আর্থিকভাবে পুরস্কৃত করা হচ্ছে। স্বর্ণ জিতলে  দুই হাজার টাকা, রৌপ্য জিতলে এক হাজার টাকা ও ব্রোঞ্জ জয়ের জন্য ৫০০ টাকা পুরস্কার দেয়া হচ্ছে সাঁতারুদের। আর জাতীয় রেকর্ড গড়লে ৫ হাজার টাকার পুরস্কার থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়