শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

নিজস্ব প্রতি‌বেদক : আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে আজ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল ষ্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। 

চূড়ান্ত পর্বে ১২টি জেলা প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'ক' গ্রুপে রাজশাহী, বগুড়া ও ফরিদপুর জেলা। 'খ' গ্রুপে পাবনা চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা। 'গ' গ্রুপে রাজবাড়ী, যশোর ও নড়াইল জেলা। 'ঘ' গ্রুপে সাতক্ষীরা, টাঙ্গাইল ও জামালপুর জেলা। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। 

রোববার (১৮‌মে) দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 'ক' গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়বে 'গ' গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। অন্য সেমিফাইনালে 'খ' গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে 'ঘ' গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। ১৯ মে সোমবার অনুষ্ঠিত হবে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 

প্রথম দিনের খেলায় বগুড়া ২৫-১৬, ২৫-২৩, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে, চট্টগ্রাম ২৫-১৬, ২৫-১৪, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে খাগড়াছড়িকে, যশোর ২৫-২১,২৫-১৬, ২৫-১৩ পয়েন্টে ৩-০ সেটে নড়াইলকে, টাঙ্গাইল ২৫-০৬, ২৫-১০, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে জামালপুরকে এবং রাজশাহী ২৫-০৩, ২৫-০৭, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়