শিরোনাম
◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: বড় দল এবং শ‌ক্তিশালী দল যুক্তরা‌ষ্ট্রের ইন্টার মায়া‌মি, দল‌টি গড়া মে‌সি ও সুয়া‌রেস‌দের ম‌তো বি‌শ্বের তারকা ফুটবলার‌দের নি‌য়ে, এই দলের মৌসুমের শুরুটা দারুণ হলেও শেষটা ভালো হয়নি। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলোp মেসি-সুয়ারেজদের।

বাংলাদেশ সময়  বৃহস্পতিবার (১ মে) ভোর সাড়ে ৬টায় ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেরl সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা। 

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের নবম মিনিটে তার ফলও পেয়ে যায়। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা।

তবে দ্বিতীয়ার্ধে উল্টো মায়ামির ওপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ব্রায়ান ওয়াইটের গোলে ৫১ মিনিটে সমতায় ফেরে তারা। তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। উল্টো ৭১ মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি। সাব্বি’র পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এতে ফাইনালের টিকিট নিয়ে হুল্লোড় করে মাঠ ছাড়ে ভ্যাঙ্কুভার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়