শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ

স্পোর্টস ডেস্ক ; লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। তবে এর আট বছর আগে বিশ্ব মঞ্চে শিরোপা খরা কাটানোর খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দেশকে দুটো বিশ্বকাপ জেতাতে না পারার কিছুটা আক্ষেপ এখনও আছে আর্জেন্টাইন মহাতারকার মাঝে। একই সঙ্গে কাতার আসরের ফাইনালে সাবেক ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে সহজে হারিয়ে শিরোপা জয়ের পথে ছিল আর্জেন্টিনা। কিন্তু ৮০তম ও ৮১তম মিনিটে দুই গোল করে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে।

খেলা অতিরিক্ত সময়ে গড়ালে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলকে আবার সমতায় ফেরান এমবাপ্পে। টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। ক্যারিয়ারে প্রথমবারের মতো অধরা বিশ্বকাপের ছোঁয়া পান মেসি।

অবশ্য ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই এই ছোঁয়া পেতে পারতেন এই খুদে জাদুকর। কিন্তু সেবার মেসির সেই স্বপ্ন চুরমার করে দেন মারিও গোটজে। বদলি হিসেবে নামা এই মিডফিল্ডারের অতিরিক্ত সময়ের গোলে চতুর্থবারের মতো বিশ্ব সেরা হয় জার্মানি।

সম্প্রতি আর্জেন্টিনার একটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন মেসি। সেখানে ফাইনালে সাবেক পিএসজি সতীর্থ এমবাপ্পের পারফরম্যান্সের প্রসঙ্গ ধরে ব্রাজিল আসরে শিরোপা জিততে না পারার আক্ষেপের কথা জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

“এমবাপ্পের মনে সেই শান্তিটা আছে যে, সে ২০১৮ বিশ্বকাপ জিতেছে। তবে ফাইনালে সে যা করেছিল তা একদম পাগলাটে ছিল। চারটি গোল করেছিল (টাইব্রেকারসহ) কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। একই জিনিস আমার সঙ্গেও হয়েছিল ২০১৪ সালে। আমার জন্য সেটা পীড়াদায়ক ছিল। আপনি যদি ফিরে তাকান এবং ভাবেন, ‘আমি দুটো শিরোপা জিততে পারতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়