শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ বাংলা‌দে‌শের রিশাদের মাথায়

স্পোর্টস ডেস্ক ; লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়ে এই আসরের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ মাথায় তুলেছেন রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ এই লেগ-স্পিনারের ঘূর্ণি জাদুতে বড় জয় পেয়েছে তার দলও। -- অলআউট স্পোর্টস

মঙ্গলবার করাচিতে স্বাগতিক করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। ৬৫ রানের জয় পায় লাহোর।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচসেরা ফখর জামানের ৭৬ রানের সুবাদে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ পায় লাহোর। ১৯ ওভার ১ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় করাচির ইনিংস।

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে যৌথভাবে এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ। তবে গড়ের দিক দিয়ে এগিয়ে থাকায় আরেক লেগ-স্পিনার পাকিস্তানের আবরার আহমেদকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপের মালিকানা এখন রিশাদের কাছে।

এদিন ম্যাচের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। এসেই জোড়া আঘাত হানেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম বলে তুলে নেন শান মাসুদের উইকেট। যদিওবা প্রথমে লাহোরের করা কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে সিদ্ধান্ত দলের পক্ষে যায়। পঞ্চম বলে রিশাদ তুলে নেন ইরফান খানের উইকেট। লং অফে ক্যাচ নেন ড্যারিল মিচেল।

পরের ওভারে আব্বাস আফ্রিদিকে তুলে নিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন রিশাদ। দুর্দান্তু বোলিংয়ে প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দেন তিনি। নিজের পরের দুই ওভারে দেন ২২ রান।

রিশাদ ছাড়াও এদিন দলের হয়ে ৩টি উইকেট নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ২টি উইকেট নেন সিকান্দার রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়