শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৩৮ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা

স্পোর্টস ডেস্ক ; অধিকাংশ সময়ই আন্ডারডগদের জয় শুধু নৈতিক বিজয়ে সীমাবদ্ধ থাকে। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালো ফিলিস্তিনের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।

ফাইনালে ওঠা তো দূরের কথা, শিরোপা জেতা তো তাদের কাছে স্বপ্নের মতোই। কিন্তু সেই স্বপ্নটাই বাস্তবে রূপ দিল ফিলিস্তিনের মেয়েরা।

এবারের পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন (ডব্লিউএফএফ) চ্যাম্পিয়নশিপ শুরু হয়, কেউই খুব একটা আশা করেনি ফিলিস্তিনের কাছ থেকে। জর্ডান ছিল হট ফেভারিট, লেবানন ছিল না, আর সিরিয়া অনেক এগিয়ে। - বাংলা‌নিউজ

ফিলিস্তিনি কুয়েতের চেয়ে একটু ভালো করবে—এই ছিল সাধারণ ধারণা। প্রস্তুতিও ছিল বেশ অগোছালো।

প্রথম ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে দল একত্রিত হয়। যুদ্ধের কারণে দেশে ফুটবল কার্যত বন্ধ। তাই দল গঠন করতে হয়েছে প্রবাসী ফুটবলারদের নিয়ে—কেউ সুইডেন থেকে, কেউ কানাডা, কেউবা আবার যুক্তরাষ্ট্র, চিলি বা মিশর থেকে।

তবে মাঠে নেমেই চমকে দেয় ফিলিস্তিন। প্রথম ম্যাচে কুয়েতকে উড়িয়ে দেয় ৯-০ গোলে। এরপর যদিও জর্ডানের কাছে হারে ৩-০ ব্যবধানে, তবুও সিরিয়ার সঙ্গে ১-১ ড্র করে ফাইনালে ওঠে তারা।

ফাইনালেও প্রতিপক্ষ জর্ডান, নিজেদের মাঠে খেলে যারা। উত্তপ্ত আগাবার রোদে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে সেলিনা ঘনেইমের হেডে এগিয়ে যায় ফিলিস্তিন। এরপর জর্ডান সমতায় ফেরে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

জায়গাটাই বদলে দেয় সবকিছু। কারণ ফিলিস্তিনের গোলরক্ষক মিরাফ মারুফ ওয়ার্মআপে পা ভেঙে ফেলেছিলেন! তবুও মাঠে দাঁড়িয়ে যান বীরের মতো। প্রথম দুই পেনাল্টিই ঠেকান তিনি। এরপর মিরাল কাসিসের আত্মবিশ্বাসী শেষ শটে নিশ্চিত হয় ইতিহাস—ফিলিস্তিন নারী দলের প্রথম শিরোপা।

খেলার পর আবেগাপ্লুত হয়ে সহকারী কোচ ওমর বারাকাত বলেন, “কৌশল নয়, আমরা খেলেছি গাজার জন্য। আগের ম্যাচের ভুল শুধরে নিয়েছিলাম, আর বাকিটা খেলোয়াড়দের ইচ্ছাশক্তি। ”

ম্যাচ শেষে দলটির খেলোয়াড় মালাক বারাকাত বলেন, “আমরা খেলি গাজার জন্য, ফিলিস্তিনের জন্য, সেই প্রতিটি মায়ের জন্য যিনি তাঁর সন্তান হারিয়েছেন, প্রতিটি শহীদের জন্য। এটা শুরু মাত্র। সামনে আরও অনেক কিছু দেখবে দুনিয়া।

এই জয় শুধুই একটা ফুটবল ম্যাচের নয়—এটা প্রতিবাদের, প্রতিরোধের, সম্মানের এবং স্বপ্নের জয়। এক নতুন অধ্যায়ের শুরু ফিলিস্তিন নারী ফুটবলের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়