শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডি‌পিএ‌লে ধানমন্ডির জয়, সেঞ্চু‌রি না পাওয়ার আ‌ক্ষেপ সোহা‌নের

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজের দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন নাসির হোসেন। তবে দিন শেষে ডানহাতি এ ব্যাটারের সেই ফিফটি রুপগঞ্জ টাইগার্সের কোনো কাজে আসেনি। নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে রুপগঞ্জকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

বিকেএসপির চার নম্বরে মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে রুপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ধানমন্ডি।

এদিন টস জিতে রুপগঞ্জকে আগে ব্যাটিংয়ে পাঠান ধানমন্ডির অধিনায়ক সোহান। ইনিংসের শুরুটা ভালো করতে পারেননি আব্দুল মজিদ ও অমিত মজুমদার। দুজনেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন।

তবে তিনে নামা আসাদুল্লাহ আল গালিব ও চারে ব্যাটিং করতে আসা নাসির গাজীর হাল ধরেন। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। গালিব ও নাসির দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। ৮০ বলে ৬৫ রান করে ফিরেছেন গালিব। নাসিরের ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৭৭ রান। এছাড়া ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আরিফুল হক।

ধানমন্ডির হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ধানমন্ডিকে ভালো শুরু এনে দেন আজমির আহমেদ ও হাবিবুর রহমান সোহান। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ৩০ বলে ৪০ রান করে ফিরেছেন আজমির, সোহানের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৩ রান।

তিনে নামা ফজলে রাব্বি ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৭৭ বলে ৪৭ রান করে ফিরেছেন রাব্বি। তবে দল জিতলেও সবচেয়ে বেশি হতাশ বোধহয় নুরুল হাসান সোহান। দুর্দান্ত ব্যাটিং করা ধানমন্ডি ছিলেন টুর্নামেন্টে আরও একটি সেঞ্চুরির পথে। কিন্তু মাত্র তিন রান দূরত্বে থেমেছেন ডানহাতি এ ব্যাটার। ৯৫ বলে ৯৭ রান করে ফিরেছেন সোহান।

তবে দলকে বিপদে পড়তে দেননি কামরুল ইসলাম রাব্বি। ৪০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন ডানহাতি এ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়