শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-০ গো‌লে হা‌রি‌য়ে সেমিফাইনা‌লের প‌থে বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক ; এক‌পেশের ম‌্যা‌চে জোড়া গোল করলেন রবের্ট লেভানডফস্কি। আ‌রো দু‌টি কর‌লেন রাফিনিয়া ও লামিনে ইয়ামালও। আর এতেই বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে প্রায় এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে এমিলিয়ানো মার্তিনেসের অ্যাস্টন ভিলাকে হারিয়ে শেষ চারের পথে এগিয়ে গেছে পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা।

একপেশে ম্যাচে ২৫তম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রাফিনিয়া। তবে এক্ষেত্রে বড় অবদান পাউ কুবার্সির। স্প্যানিশ এই ডিফেন্ডারের শট জালের দিকেই যাচ্ছিল। কিন্তু সহজাত প্রতিক্রিয়ায় এগুতে থাকা রাফিনিয়ার পা স্পর্শ করে বল জালে জড়ায়। চলতি আসরে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ১২তম গোল। ৩৪তম মিনিটে আরেকটি সুযোগ পেলেও ঠিক মতো শট নিতে না পারায় বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে নিজের প্রথম গোল করেন লেভানডফস্কি। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড থেকে হেড দিয়ে বল জালে চড়ান এই পোলিশ স্ট্রাইকার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি আসরে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের গোল সংখ্যা এখন ১১টি।

পাল্টা আক্রমণে ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে দলের ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। সেমি-ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে বার্সেলোনা। হন তিনি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে নিজের প্রথম গোল করেন লেভানডফস্কি। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড থেকে হেড দিয়ে বল জালে চড়ান এই পোলিশ স্ট্রাইকার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি আসরে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের গোল সংখ্যা এখন ১১টি।

পাল্টা আক্রমণে ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে দলের ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। সেমি-ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়