শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল বাদ দিয়ে পা‌কিস্তান সুপার লিগ দেখবেন, দর্শকদের হাসান আলী

স্পোর্টস ডেস্ক ; আগামী ১১ এপ্রিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে পা‌কিস্তান সুপার লি‌গের ( পিএসএল )। ঠিক একই সময়ে সীমান্তের ওপারে চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জিওনিউজ

দুই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচের সূচি এবার সাংঘর্ষিক, যার ফলে দর্শকদের পড়তে হতে পারে দোটানায় আইপিএল দেখবেন, না পিএসএল?

আইপিএল কাগজে-কলমে অনেক বড় টুর্নামেন্ট হলেও পাকিস্তানি ক্রিকেটারদের দাবি, জনপ্রিয়তার দিক থেকে পিএসএলও কম নয়। সেই ধারাবাহিকতায় এবার মুখ খুললেন পাকিস্তানি পেসার হাসান আলি। 

এক সাক্ষাৎকারে করাচি কিংসের এই পেসার বলেন, দর্শকরা সেই টুর্নামেন্টই দেখে যেখানে ভালো ক্রিকেটের সঙ্গে বিনোদন থাকে। আমরা যদি পিএসএলে ভালো খেলি, দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের খেলা দেখবেন।

বিশ্বজুড়ে আইপিএলের বিপুল জনপ্রিয়তা ও আর্থিক প্রভাবের বিষয়টি অস্বীকার করার উপায় নেই। বিশাল অঙ্কের খেলোয়াড় চুক্তি, রাজস্ব, বিজ্ঞাপন এবং তারকাখ্যাতির দিক থেকে আইপিএল অনেক এগিয়ে। 

তবে পিএসএলের জনপ্রিয়তা নিয়েও পাকিস্তানি ক্রিকেট কর্তারা আত্মবিশ্বাসী। ২০২৩ সালে তৎকালীন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি দাবি করেছিলেন, পিএসএল দেখেছেন প্রায় ১৫ কোটি মানুষ, যেখানে আইপিএলের দর্শক ছিল ১৩ কোটির মতো। যদিও সাম্প্রতিক সময়ে আইপিএল সেই ব্যবধান অনেকটাই বাড়িয়েছে।

বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে হাসান আলির দাবি বাস্তবে রূপ নিতে পারে। এবারের আইপিএলে কোনো বাংলাদেশি তারকা না থাকায় অনেকেই মুখ ফিরিয়ে নিতে পারেন এই টুর্নামেন্ট থেকে। বিপরীতে, পিএসএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস (করাচি কিংস), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি)। 

ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশি দর্শকদের একটি বড় অংশের নজর থাকবে পিএসএলের দিকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়