শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল  খেল‌তে রিশাদ হো‌সেন্ এখন পা‌কিস্তা‌নে, বাংলায় বরণ করে নিলেন শা‌হিন আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক ; বাংলা‌দে‌শের লেগ স্পিনার রিশাদ হো‌সেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটিতে পৌঁছেছেন। লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে মাঠ মাতাবেন তিনি।

তরুণ এই লেগিকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরণ করে নেয়ার সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেন রিশাদ।

ভিডিওতে দেখা গেছে, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করছেন। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও। সিকান্দারই মূলত তাকে বরণ করে নেয়ার কাজটা করেছেন।

রিশাদ তার রুমের দরজা খুলতেই এই তিনজনকে দেখতে পান। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের? জবাবে রিশাদ বাংলাতেই বলেন, হ্যাঁ হব।
এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, তাহলে তো খুব মজা হবে!

রিশাদের শেয়ার করা ক্লিপটির মূল ভিডিওটি লাহোরের ফেসবুক পেজেও দেখা গেছে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

আগামী ১১ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়