শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস, হেরেছে ১৮ রানের ব্যবধানে

আইপিএলে হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস। কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছে না দলটি। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে হারের হালি পূর্ণ করেছে চেন্নাই। ব্যাট হাতে ঝড় তুলেও দলকে বাঁচাতে পারেননি ধোনি। চেন্নাই ২১৯ রান তাড়া করতে নেমে হেরেছে ১৮ রানের ব্যবধানে।

এ হারে পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে তারা। তাদের নিচে কেবল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ৪ ম্যাচে  ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে পাঞ্জাব। সবার ওপরে দিল্লি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট দলটির।

এদিন হারের গল্প পাল্টাতে নেমে বোলিংটা ভালো হয়নি চেন্নাইয়ের। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেটের দেখা পেলেও পাঞ্জাবকে একাই টেনেছেন ওপেনার প্রিয়ানশ আরিয়া। ৪২ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১০৩ রান এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। শেষ দিকে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। আর তাতেই নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় দলটির স্কোর ২১৯।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। ওপেনার রাচিন রবিন্দ্র ২৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ভাঙে ৬১ রানের জুটি। এরপর ডেভন কনওয়ে ফেরেন ৪৯ বলে ৬৯ রান করে। এরপর শিভাম ডুবে ২৭ বলে ৪২ রান করে দলকে ম্যাচে রাখেন।

পরে ব্যাট হাতে ঝড় তুলেন ধোনি। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে। তবে তাতে শেষ রক্ষা হয়নি। শেষ দিকে বলের সঙ্গে রানের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত দলটি তুলতে পেরেছে ৫ উইকেটে ২০১ রান।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়