শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলা‌দেশ টেস্ট দল ঘোষণা.  স্কোয়া‌ডে আ‌ছেন সাকিব, নেই তাসকিন আহ‌মেদ

নিজস্ব প্রতি‌বেদক ; চল‌তি মা‌সে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (৮ এ‌প্রিল) প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

এই সিরিজে ইনজুরির কারণে অংশ নিতে পারছেন না তাসকিন আহমেদ।

বিসিবির চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তাই সিরিজে তার খেলা সম্ভব নয়।
তাসকিনের না থাকায় প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

তিনি ছাড়াও দলে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদের মতো পেসাররা।
পিএসএল খেলার জন্য লিটন দাসকে ছাড়পত্র দেওয়ায় তিনি এই সিরিজে খেলতে পারবেন না।

তার বদলে উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে আছেন জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা মুশফিকুর রহিম দলে ফিরেছেন।

জিম্বাবুয়ে ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে এবং ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম টেস্টের জন্য ঘোষিত দলের সদস্যরা হলেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়