শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডে ও‌পেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পর এবার রৌপ‌্য পদক জিত‌লেন বাংলাদেশের রাফি

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দে‌শের সাঁতারু সা‌মিউল ইসলাম রাফি থাইল‌্যা‌ন্ডে ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতেই চলেছেন  বাংলাদেশের সাঁতারু সামিউল। শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতার পর রোববার (৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্য জিতেছেন তিনি।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিততে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড। এই ইভেন্টে এটাই তাঁর ক্যারিয়ার–সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

৫০ মিটারে নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন রাফি। ২৭.১৭ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন তিনি। এর আগে, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউলের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

থাই ওপেনের এই ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন স্বাগতিক সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ জেতা তুর্কমিনিস্তানের গুরবানের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিততেও ক্যারিয়ারসেরা টাইমিং করেন রাফি। তার সময় লেগেছিল ৫৮.৯০ সেকেন্ড। এর আগে, তার সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড।

স্বাগতিক থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের প্রতিযোগী মিলিয়ে প্রায় ৪০ জন অংশ নেন এই ইভেন্টে।

এদিকে, থাইল্যান্ডে দুই পদক জিতে এসএ গেমসে স্বর্ণ পদকের আশা বেড়েছে সাঁতারু রাফির। এছাড়া, জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড ও স্বর্ণ জয় রয়েছে রাজবাড়ীর এই সাঁতারুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়