শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গে ধারাভাষ্য দে‌বেন আতহার আলী খান

নিজস্ব প্রতি‌বেদক ; ইংলিশের পাশাপাশি হিন্দি, তামিল, বাংলাসহ ১০টি ভিন্ন ভাষায় দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। দেশের বিভিন্ন রাজ্যে খেলার জনপ্রিয়তা বাড়াতেই এমন আয়োজন করেছে আইপিএলের সম্প্রচারক প্রতিষ্ঠান। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মতো পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একাধিক ভাষায় থাকছে ধারাভাষ্য প্যানেলে।

পিএসএলের প্রতি মৌসুমে ইংলিশ ধারাভাষ্য প্যানেল থাকলেও এবার যুক্ত হয়েছে উর্দু ধারাভাষ্য। প্রথমবারের মতো এমন আয়োজনের প্যানেলে রাখা হয়েছে তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাটকে। যদিও আকিল ও মেরিনাকে পুরো মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেলে পাওয়া যাবে না। 

১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় লিগের ওয়ার্ল্ড ফিডের ধারাভাষ্য প্যানেলে বেশ কিছু চমক রয়েছে। পিএসএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলস, অস্ট্রেলিয়ার লিসা স্টেলেকার ও পাকিস্তানের ওয়াসিম আকরামকে।

বাংলাদেশ থেকে পিএসএলের ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানকে। এ ছাড়া মার্টিন গাপটিল, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্কের মতো ধারাভাষ্যকার থাকবেন এবারের পিএসএলে। 

পাকিস্তানের ধারাভাষ্য হিসেবে ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ ধারাভাষ্য দেবেন। পিএসএলের পুরো টুর্নামেন্টের জন্য উপস্থাপিকা হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এরিন হালান্ড ও পাকিস্তানের জয়নব আব্বাসকে।

ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্য প্যানেল- মার্ক নিকোলস, মার্টিন গাপটিল, অ্যালিস্টার কুক, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্ক, লিসা স্টেলেকার, আতহার আলী খান, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ।

উর্দু ফিড ধারাভাষ্য প্যানেল- তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাট।

প্রেজেন্টার- এরিন হালান্ড এবং জয়নব আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়