শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ঘ‌রোয়া ক্রিকে‌টে অসাধারন রেকর্ড, ১৫ ব‌লে আবাহনীর ইম‌নের অর্ধশত রান 

স্পোর্টস ডেস্ক: রোববা‌র (৬ এ‌প্রিল ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ইতিহাস গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে তিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন

বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইমন ইনিংসটি শেষ করেন ২৩ বলে ৬১ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। তার এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর।

ইমনের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড রয়েছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের নামে, যারা ১৮ বলে ফিফটি করেছিলেন যথাক্রমে ২০১৯ ও ২০২৩ সালে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুর ৮৮ রানে গুটিয়ে যায়। আবাহনীর বোলারদের নিখুঁত আক্রমণে একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। জবাবে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়, জয় তুলে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেন করতে নামা জিসান আলম অপরাজিত থাকেন ১৭ রানে (১৭ বল, ২ চার, ১ ছক্কা)। তবে ম্যাচজয়ী নায়ক ছিলেন নিঃসন্দেহে ইমন, যার টর্নেডো ইনিংস যেন চোখে লেগে থাকার মতো।

এই ইনিংস দিয়ে ইমন শুধু ম্যাচই জেতাননি, তুলে নিয়েছেন নিজের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়