শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক!

জোসে মরিনিও ও বিতর্ক—সমার্থক শব্দই হয়ে গেছে। পর্তুগিজ তারকা কোচ সর্বশেষ বিতর্কে জড়ালেন গতকাল রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে। ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।

ঝামেলা ম্যাচেও কম হয়নি। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।

নাকে খোঁচা খাওয়া গালাতাসারাই কোচ পরে সংবাদ সম্মেলনে বর্ণনা করেন ঘটনার, ‘আমি যখন যাচ্ছিলাম সে পেছন দিক থেকে আমার নাক চিপে দেয়। একটু দাগ পড়ে গেছে। অবশ্যই এটা ভালোকিছু নয়। আমি ফুলিয়ে–ফাঁপিয়ে কিছু বলব না, তবে এটা বুক ফুলিয়ে বলার মতো কিছু নয়।’

গালাতাসারাইয়ের সহসভাপতি মেতিন ওজতুর্ক অবশ্য অত রাখঢাক রাখেননি কোচের মতো। মরিনিওর সর্বশেষ কাণ্ডকে তুর্কি ফুটবলের ওপর আঘাত হিসেবেই দেখছেন ওজতুর্ক, ‘সর্বশেষ ঘটনাটি শুধু গালাতাসারাইয়ের কোচের ওপর আঘাতই নয়, এটা তুর্কি ফুটবলের ওপরই আঘাত। এটাই তো মরিনিও, আমি জানি না সে এত সাহস পায় কোথা থেকে। পৃথিবীর আর কোথায় সে এমনটা করতে পারবে? সে তুরস্ককে কী মনে করে?’

মরিনিও তুর্কি ফুটবলে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন ৬২ বছর বয়সী মরিনিও। এই ফেব্রুয়ারিতেই ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচের পর মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ করেছিল গালাতাসারাই। তারা দাবি করে, মরিনিও বলেছিলেন গালাতাসারাইয়ে ডাগআউটে থাকা খেলোয়াড় ও স্টাফরা ‘বানরের মতো লাফালাফি করছে।’ ফেনেরবাচে অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়ে মরিনিওকে ব্যক্তিগত আক্রমণ করায় উল্টো মামলা করে দেয় গালাতাসারাইয়ের বিপক্ষে।

গত রাতের ঘটনার পর গালাতাসারাই নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বুরুকের হাস্যোজ্জ্বল এক ছবি দিয়ে লিখেছে, ‘আপনি কাউকে আঘাত করবেন না, সব হজম করে যাবেন।’

মরিনিওর জন্য কারও শরীরের আঘাত করাটা অবশ্য নতুন কিছু নয়। ২০১১ সালে বার্সার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে খোঁচা মেরেছিলেন সে সময়ের রিয়াল মাদ্রিদ কোচ মরিনিও। সূত্র: প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়