শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে জিতেছে নিউজিল্যান্ড

পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা চলছেই। সবশেষ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে জিতেছে নিউজিল্যান্ড। আর এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল কিউইরা।

আজ বুধবার হ্যামিল্টনে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে। জবাবে ৪১.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারেই মূলত হেরে যায় পাকিস্তান। কেননা মাত্র ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যেখানে প্রথম ৫ ব্যাটার মিলে মাত্র ১৯ রান তোলেন। ৩ ও ১ রান করা ইমাম-উল-হক ও বাবর আজমকে তুলে নেন জ্যাকব ডাফি। তবে পাকিস্তানের হারের ব্যবধান কমান ফাহিম আশরাফ ও হারিস রউফের কনকাশন সাব হিসেবে নামা নাসিম শাহ। ফাহিম ৮০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করেন। আর নাসিম ৪৪ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫১ রান করেন।

পাকিস্তানের মিডলঅর্ডার ধসিয়ে ৫ উইকেট তুলে নেন বেন সিয়ার্স। ডাফি পান ৩টি উইকেট।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৭ নম্বরে নামা এই ব্যাটার ৭৮ বলে ৭টি চার ও সমান ছক্কা হাঁকান। এছাড়া ৬৬ বলে ৪১ রান করেন প্রথম ওয়ানডেতে অভিষেকে বিশ্বরেকর্ড গড়া পাকিস্তানির বংশদ্ভূত মোহাম্মদ আব্বাস।

পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়