শিরোনাম
◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে?

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা!

লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকারে (এমএলএস) কর্তৃপক্ষ। এমএলএসের ম্যাচ ছাড়াও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোনো ম্যাচে সাইডলাইনে থাকতে পারবেন না তিনি।

এর আগে মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন। যেখানে দিন-রাত মিলিয়ে ইয়াসিন ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।

এ নিয়ে এক ভিডিও বার্তায় এমনটাই মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না’। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

এদিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরো বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়