শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা!

লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকারে (এমএলএস) কর্তৃপক্ষ। এমএলএসের ম্যাচ ছাড়াও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোনো ম্যাচে সাইডলাইনে থাকতে পারবেন না তিনি।

এর আগে মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন। যেখানে দিন-রাত মিলিয়ে ইয়াসিন ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।

এ নিয়ে এক ভিডিও বার্তায় এমনটাই মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না’। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

এদিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরো বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়