শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আমি ভারতের কোচ হলে রোহিত শর্মাকে ২০ কিমি দৌড়াতে বলতাম: যুবরাজের বাবা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং নানান সময়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন। সম্প্রতি ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে মন্তব্য করে আবারো আলোচনায় এসেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার এবং অভিনেতা। তিনি কোচ হলে রোহিতকে প্রতিদিন অন্তত ২০ কিলোমিটার করে দৌড়াতে বলতেন বলে জানিয়েছেন যোগরাজ। - ক্রিকফ্রেঞ্জি

আইপিএলের পরপর, আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্বে রোহিত থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।

কেননা বেশ অনেকদিন ধরেই লাল বলের ক্রিকেটে ফর্মে নেই এই ওপেনার। এমনকি সিরিজও হেরেছেন কয়েকটি। বিশেষ করে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি হার নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। এই দুই সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠতে পারেনি ভারত। 

টেস্ট ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে রোহিতের নেই কোনো সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন ৯ ইনিংস আগে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলছে রোহিতকে বাদ দেয়ার পরিকল্পনা। অন্তুত ভারতীয় সংবাদমাধ্যমগুলো গুঞ্জন এমনটাই। আর এতেই বেশ চটেছেন যুবরাজের বাবা যোগরাজ।

তিনি বলেন, ‘আমাকে ভারতীয় দলের কোচ করা হলে, আমি এই দলটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আগামী কয়েক বছরে তাদের হারানো সম্ভব হবে না। সব সময় আপনারা প্লেয়ারদের দলের বাইরে ছুড়ে ফেলার কথা ভাবেন। হয় রোহিতকে বাদ দাও, নয় কোহলিকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের বলতে চাই, আমি ওদের পাশে আছি। আমি ওদের রঞ্জি ট্রফি খেলার কথা বলব।’

‘নয়তো রোজ রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলব। আমি ওদের বলব, আমি ওদের ভালোবাসি। এই প্লেয়াররা হিরে। তাদের ছুড়ে ফেলা যায় না। আমি ওদের সঙ্গে বাবার মতো ব্যবহার করব। যুবরাজের সঙ্গে আমি কখনও বাকিদের পার্থক্য করিনি। এমনকি ধোনিরও না। তবে যেটা ভুল, সেটা ভুল।’

এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন যোগরাজ। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফিয়ে পাকিস্তানের ভরাডুবির পর পাকিস্তানের কোচ হতে চাওয়ায় তাকে নিয়ে হয়েছিলো সমালোচনা। তিনি উলটো সমালোচনা করেছিলেন ওয়াসিম আকরামদের মত সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের। তাদের তিনি বলেছিলেন, দেশে ফিরে দলের হাল ধরতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়