শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিজ দেশের ফুটবলার রাফিনহা-ভিনিদের ব্যঙ্গাত্মক নামকরণ করলেন ব্রাজিলিয়ান সাংবাদিক

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলের করুণ পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠেছে। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিলীয় খেলোয়াড়দের নিয়ে চলছে নানা রসিকতা ও সমালোচনা। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক ব্রুনো হেদের ব্রাজিলের তিন তারকা রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে ব্যঙ্গ করে নাম দিয়েছেন, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

টিওয়াইসি স্পোর্টসের ‘প্রেসিও আলতা’ অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান সাংবাদিক হেদের। তিনি রাফিনহাকে ‘বিড়ালছানা’ (কিটেন), ভিনিসিয়ুসকে ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগোকে ‘ভিটামিন সি খেলোয়াড়’ বলে আখ্যা দেন।

রাফিনহা ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এবং বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব, কোনো সন্দেহ নেই। তবে মাঠের খেলায় তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। এই প্রসঙ্গেই হেদের মন্তব্য করেন, ‘রাফিনহার কথা সিংহের মতো, কিন্তু খেলায় বিড়ালছানা।

ভিনিসিয়ুস মাঠে উত্তেজিত হয়ে পড়ার জন্য পরিচিত। তাকে নিয়ে হেদের বলেন, ‘ভিনি জুনিয়র হলেন ট্রায়াথলেট। কারণ, সে দৌড়ায়, সাইকেল চালায় ও সাঁতরায়।’ হেদেরের এই মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার না হলেও ধারণা করা হচ্ছে, তিনি ভিনির অতিরিক্ত দৌড়াদৌড়ি এবং প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানোকে ব্যঙ্গ করেছেন।

রদ্রিগো সাধারণত মাঠে শান্ত খেলোয়াড় হিসেবে পরিচিত। হেদেরের মতে, ‘রদ্রিগো হচ্ছে ভিটামিন সি খেলোয়াড়। কারণ, তিনি কাউকে আঘাত করেন না।’ ধারণা করা হচ্ছে, হেদের বোঝাতে চেয়েছেন, রদ্রিগো যদি একটু কঠোরভাবে খেলতেন, তবে তার পারফরম্যান্স আরও ভালো হতে পারতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়