শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গোল করে আর্জেন্টিনাকে গুড়িয়ে দেয়ার হুমকিদাতা রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছেন মেসিদের কোচ

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ের আগে থেকেই আলোচনায় ছিল রাফিনিয়ার হুমকি। গোল করে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। কিন্তু মাঠের পারফরম্যান্সে উল্টো বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে বিধ্বস্ত হয়েছে তার দলই। আর ম্যাচ শেষে রাফিনিয়ার সেই মন্তব্যের জন্য তাকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় বুধবার (২৬ মার্চ) সকালে ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধে তিন গোল হজম করে একটি শোধ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে চতুর্থ গোল খায় তারা।

ম্যাচের আগে গোল করে আর্জেন্টিনাকে হারানোর হুমকি দেওয়া রাফিনিয়া বলেছিলেন, আমরা ওদের গুঁড়িয়ে দেব... নিশ্চিতভাবেই! মাঠে এবং যদি প্রয়োজন হয়, মাঠের বাইরেও! কিন্তু এদিন দলের হয়ে তেমন কিছুই করতে পারেননি তিনি। ৭৭তম মিনিটে তার নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে যায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাফিনিয়ার এই মন্তব্যকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন স্কালোনি। আর মাঠের লড়াই শেষে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো এই কোচ জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হুমকি না দিলেও তারা এভাবেই খেলত।

আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি এটা ইচ্ছাকৃত ছিল না। সে তার দেশের হয়ে কথা বলছিল এবং এটাই গুরুত্বপূর্ণ। সে ওই কথাটা না বললেও আমরা একইভাবে ম্যাচটি খেলতাম। আমি নিশ্চিত সে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটি বলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়