শিরোনাম
◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গোল করে আর্জেন্টিনাকে গুড়িয়ে দেয়ার হুমকিদাতা রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছেন মেসিদের কোচ

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ের আগে থেকেই আলোচনায় ছিল রাফিনিয়ার হুমকি। গোল করে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। কিন্তু মাঠের পারফরম্যান্সে উল্টো বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে বিধ্বস্ত হয়েছে তার দলই। আর ম্যাচ শেষে রাফিনিয়ার সেই মন্তব্যের জন্য তাকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় বুধবার (২৬ মার্চ) সকালে ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধে তিন গোল হজম করে একটি শোধ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে চতুর্থ গোল খায় তারা।

ম্যাচের আগে গোল করে আর্জেন্টিনাকে হারানোর হুমকি দেওয়া রাফিনিয়া বলেছিলেন, আমরা ওদের গুঁড়িয়ে দেব... নিশ্চিতভাবেই! মাঠে এবং যদি প্রয়োজন হয়, মাঠের বাইরেও! কিন্তু এদিন দলের হয়ে তেমন কিছুই করতে পারেননি তিনি। ৭৭তম মিনিটে তার নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে যায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাফিনিয়ার এই মন্তব্যকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন স্কালোনি। আর মাঠের লড়াই শেষে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো এই কোচ জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হুমকি না দিলেও তারা এভাবেই খেলত।

আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি এটা ইচ্ছাকৃত ছিল না। সে তার দেশের হয়ে কথা বলছিল এবং এটাই গুরুত্বপূর্ণ। সে ওই কথাটা না বললেও আমরা একইভাবে ম্যাচটি খেলতাম। আমি নিশ্চিত সে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটি বলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়