শিরোনাম
◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শেষ টি-টোয়েন্টি ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হেরে গেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে একদমই পাত্তা পেলো না পাকিস্তান। কোনো মতে একটি ম্যাচ জিতে হোয়াইটওয়াশ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে মাত্র। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেলো না পাকিস্তান। ম্যাচটি হেরেছে ৮ উইকেটে। 

এদিন  বোলার জিমি নিশামকে সামলাতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। বল হাতে পাকিস্তান ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন এই পেসার। এতেই সিরিজে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের ৮ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড।

বুধবার (২৬ মার্চ) ওয়েলিংটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিশামের ৫ উইকেট শিকারে ৯ উইকেটে ১২৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। জবাবে সাইফার্টের অপরাজিত ৯৭ রানের সুবাদে ১০ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা।

আগের জয় পাওয়া তিন ম্যাচেও পাকিস্তানকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছিল স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে নিল তারা। বিধ্বংসী ব্যাটিংয়ে পাঁচ ম্যাচে ২০৭ দশমিক ৫ স্ট্রাইকরেটে ২৪৯ রান করে সিরিজ সেরা হন সাইফার্ট।

লক্ষ্য তাড়ায় সিরিজজুড়ে পাকিস্তান বোলারদের ওপর তা-ব চালানো ফিন অ্যালেন ও সাইফার্ট উদ্বোধনী জুটিতে ৩৯ বলে যোগ করেন ৯৩ রান। ১২ বলে ২৭ রান করা অ্যালেন ফিরলে এই জুটি ভাঙে। সঙ্গীর বিদায়ের পরও আক্রমণাত্মক ব্যাটিং জারি রেখে দলকে জয় এনে দেন সাইফার্ট। ডানহাতি এই ব্যাটার তার ৩৮ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ১০ ছক্কায়।

ব্যাটিংয়ে নেমে সিরিজে তৃতীয়বারের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নাওয়াজ। জ্যাকব ডাফি ও বেন সিয়ার্সের পেস তোপে পাওয়ারপ্লেতে ২৭ রান তুলতে ৩ উইকেট হারায় পাকিস্তান।

এরপরই সফরকারী ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দেন নিশাম। মিডিয়াম পেসে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ইনিংস সর্বোচ্চ ৫১ রান করা অধিনায়ক সালমান আলী আগাসহ তুলে নেন ৫ ব্যাটারকে। ম্যাচ সেরাও হয়েছেন ডানহাতি এই পেসার। আগামী শনিবার নেপিয়ারে শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়