শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তামিম সুস্থতা কামনা করে তিওয়ারি, মালিঙ্গা ও যুবরাজদের বার্তা, তোমাকে জিততেই হবে বন্ধু’

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন ওপেনার তামিম ইকবাল। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।

সেখানে তার হার্টে রিং পরানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তামিমের জ্ঞান ফিরেছে। তিনি পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পরযবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। -ক্রিকফ্রেঞ্জি

দুপুর থেকেই তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পরে বিশ্ব জুড়ে। তামিমের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে তার বন্ধু পরিজনরা। এর মধ্যে রয়েছেন যুবরাজ সিং, মনোজ তিওয়ারি ও লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটার ও তামিমের বন্ধু মনোজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।

শ্রীলঙ্কার সাবেক পেসার মালিঙ্গা লিখেছেন, মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। 

তামিমের সুস্থতা কামনা করে যুবরাজ লিখেছেন, তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।

জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তামিমের আরোগ্য কামনা করে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়