শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সৌদি আরবে ৫ লাখ রিয়ালের ক্রিকেট টুর্নামেন্ট, আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করছে এক ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টের। যেখানে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লাখ রিয়াল বাজেটের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল এবং এতে প্রতিযোগিতা করবে মোট ১৬টি দল।

টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে যাচ্ছেন হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনি সহ ৫০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ। পাকিস্তান থেকে অংশ নেবেন তৈমুর মির্জা, জহির কালিয়া, খুররম চাকওয়াল সহ ১৬ জন তারকা ক্রিকেটার।

টুর্নামেন্টে ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশাহস, কুমিল্লা স্টারস, খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স, সিলেট স্টার স্পোর্টস বাদেও আরও ১০তি দল অংশ নেবে। - সময়নিউজ

টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পাবে এই গাড়ি পুরস্কার। এছাড়াও থাকবে নগদ অর্থ ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

টুর্নামেন্টের উদ্যোক্তারা ইতোমধ্যে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন, যেখানে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সৌদি আরবে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়ানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
সৌদি আরবে বসবাসরত ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে বেশ উচ্ছ্বসিত। আয়োজকরা আশাবাদী, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং এটি সৌদিতে প্রবাসীদের অন্যতম প্রধান ক্রীড়া আসরে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়