শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের সহজ জয়, পোল্যান্ড জিতলো অনেক ঘাম ফেলে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে দারুণ এক ম্যাচ খেললো ইংল্যান্ড। বাংলাদেশ সময় শুক্রবার (মার্চ ২১) রাতে ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছিলে ইংলিশ দলটি। কোচ টমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচ হওয়ায় ইংলিশ ফুটবল পান্ডিতদের তীক্ষè নজর ছিলো জার্মান ট্যাক্টিশিয়ানের উপর। তবে আপাতত ভালোভাবেই উতরে গেছেন থ্রি লায়ন্স কোচ। মাইলস লেউইস স্কেলি ও হ্যারি কেইনের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। 

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আলবেনিয়ার বিপক্ষে ডেডলক ভাঙ্গতে ২০ মিনিট সময় নেয় ইংলিশরা। জুড বেলিংহ্যামের ডিফেন্সচেরা পাস থেকে সমর্থকদের উল্লাসে মাতান অভিষিক্ত মাইলস লেউইস স্কেলি। ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার এখন এই আর্সেনাল ফুল ব্যাক। ১৮ বছর ১৭৬ দিন বয়সে পেছনে ফেলেছেন মার্কাস রাশফোর্ডের রেকর্ড।

বিরতির আগে একাধিক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনদের সাথে আপসোসে পুড়েছেন আরেক অভিষিক্ত ড্যান বার্নও। ৭৭ মিনিটে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন হ্যারি কেইন। ডেকলাইন রাইসের অ্যাসিস্টকে পূর্ণতা দেন ইংলিশ অধিনায়ক। বায়ার্ন মিউনিখের এই তারকা তুলে নেন জাতীয় দলের জার্সিতে ৭০তম গোল।

এদিকে ৫ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে পোল্যান্ড। রবার্ট লেভানডভস্কির একমাত্র গোলে লিথুয়ানিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে পোলিশরা শুরু করেছে বিশ্বকাপ বাছাই অভিযান। তবে ওয়ারশোতে অতিথিদের হারাতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। একের পর এক মিসের মহড়ায় কাটে গোল শূণ্য প্রথমার্ধ। বিরতির পর একাদশে চার পরিবর্তন এনে ফল পায় পোলিশরা। 

বদলি হিসেবে মাঠে নামা জাকুব কামিন্সকির পাস থেকে ৮১ মিনিটে ত্রাতা হয়ে আসেন রবার্ট লেভানডভস্কি। বার্সা তারকার একমাত্র গোল এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট। দিনের আরেক ম্যাচে ৩৮ মিনিটে অলিভিয়ার আন্টম্যানের গোলে একই ব্যবধানে মাল্টার বিপক্ষে জিতেছে ফিনল্যান্ড। তবে বল দখলে এগিয়ে থেকেও বসনিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে রোমানিয়া। ১৪ মিনিটে একমাত্র গোলটি আসে আর্মিন জিগোভিচের পা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়