শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ১০:০৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চেক প্রজাতন্ত্রে খেলবেন ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার বুফনের ছেলে 

স্পোর্টস ডেস্ক: জিয়ানলুইজি বুফন, ইতালির ফুটবল ইতিহাসের খ্যাতিমান গোলকিপারদের অন্যতম। কিংবদন্তি এই গোলকিপার ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। কিন্তু বুফনের ১৭ বছর বয়সী ছেলে লুইস থমাস খেলতে চান ভিন্ন দেশের হয়ে। তরুণ এই মিডফিল্ডারকে শিগগিরই দেখা যাবে চেক প্রজাতন্ত্রের বয়সভিত্তিক দলে। ইতোমধ্যেই তিনি চেক প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছেন।

বুফনের ছেলের চেক প্রজান্ত্রের হয়ে খেলার পেছনে যৌক্তিক কারণ আছে। মডেল মা এলিনা সেরেডোভা চেক প্রজাতন্ত্রের নাগরিক। তাই থমাস পিতার বদলে মায়ের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব ফুটবলে অবশ্য ইতালির হয়েই খেলেন থমাস। চলতি মাসেই ‘সিরি বি’তে পিসার হয়ে অভিষেক হয়েছে। এবার চেক প্রজাতন্ত্রের হয়ে পর্তুগালের বিপক্ষে খেলতে ইতিমধ্যেই তিনি প্রাগে পৌঁছে গেছেন।

প্রথমবার গত ফেব্রুয়ারি মাসে চেক প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছিলেন থমাস। এবার তিনি অভিষেকের অপেক্ষায় আছেন। পরিবারের সঙ্গে আলোচনা করেই ভিনদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান থমাস, ‘আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। সবাইকে জানিয়েছি যে, আমি চেক প্রজাতন্ত্রের হয়ে খেলতে চাই। সবাই আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’

থমাস আরও বলেছেন, তিনি এখনো চেক প্রজাতন্ত্রের স্থানীয় ভাষা শিখছেন। তবে এই সিদ্ধান্তে তার বাবা-মা দুজনেই খুশি হয়েছেন। থমাসের ভাষায়, ‘আমার বাবা আমাকে চেক প্রজাতন্ত্রের হয়ে খেলার পরামর্শ দিয়েছিল। কারণ, আমার ক্যারিয়ারের জন্য সেটাই ভালো সিদ্ধান্ত। চেক প্রজাতন্ত্রের হয়ে খেললে আমি ফুটবলার হিসাবে আরও উন্নতি করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়