শিরোনাম
◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ১০:০৮ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চেক প্রজাতন্ত্রে খেলবেন ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার বুফনের ছেলে 

স্পোর্টস ডেস্ক: জিয়ানলুইজি বুফন, ইতালির ফুটবল ইতিহাসের খ্যাতিমান গোলকিপারদের অন্যতম। কিংবদন্তি এই গোলকিপার ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। কিন্তু বুফনের ১৭ বছর বয়সী ছেলে লুইস থমাস খেলতে চান ভিন্ন দেশের হয়ে। তরুণ এই মিডফিল্ডারকে শিগগিরই দেখা যাবে চেক প্রজাতন্ত্রের বয়সভিত্তিক দলে। ইতোমধ্যেই তিনি চেক প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছেন।

বুফনের ছেলের চেক প্রজান্ত্রের হয়ে খেলার পেছনে যৌক্তিক কারণ আছে। মডেল মা এলিনা সেরেডোভা চেক প্রজাতন্ত্রের নাগরিক। তাই থমাস পিতার বদলে মায়ের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব ফুটবলে অবশ্য ইতালির হয়েই খেলেন থমাস। চলতি মাসেই ‘সিরি বি’তে পিসার হয়ে অভিষেক হয়েছে। এবার চেক প্রজাতন্ত্রের হয়ে পর্তুগালের বিপক্ষে খেলতে ইতিমধ্যেই তিনি প্রাগে পৌঁছে গেছেন।

প্রথমবার গত ফেব্রুয়ারি মাসে চেক প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছিলেন থমাস। এবার তিনি অভিষেকের অপেক্ষায় আছেন। পরিবারের সঙ্গে আলোচনা করেই ভিনদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান থমাস, ‘আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। সবাইকে জানিয়েছি যে, আমি চেক প্রজাতন্ত্রের হয়ে খেলতে চাই। সবাই আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’

থমাস আরও বলেছেন, তিনি এখনো চেক প্রজাতন্ত্রের স্থানীয় ভাষা শিখছেন। তবে এই সিদ্ধান্তে তার বাবা-মা দুজনেই খুশি হয়েছেন। থমাসের ভাষায়, ‘আমার বাবা আমাকে চেক প্রজাতন্ত্রের হয়ে খেলার পরামর্শ দিয়েছিল। কারণ, আমার ক্যারিয়ারের জন্য সেটাই ভালো সিদ্ধান্ত। চেক প্রজাতন্ত্রের হয়ে খেললে আমি ফুটবলার হিসাবে আরও উন্নতি করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়