শিরোনাম
◈ ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দল হারলেও মন খারাপ করেন না, সবাইকে ভালোবাসেন শাহরুখ খান: সুনিল নারিন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার সুনিল নারিন লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। গত বছর দলটির হয়ে জিতেছেন শিরোপাও। দুদিন পর নামবেন দলের হয়ে নিজের ত্রয়োদশ আইপিএল খেলতে। এর আগে ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে প্রশংসায় ভাসালেন ক্যারিবীয় এই স্পিনার।  

২০১২ সাল থেকে কলকাতার হয়ে খেলা নারিন খুব ভালো করেই চেনেন নিজের দলের মালিককে। স্টেডিয়ামে হাজির থেকে ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের যেভাবে প্রেরণা দিয়ে থাকেন। তারই বর্ণনা দিয়েছেন নারিন। হারের পরও ক্রিকেটারদের ওপর রাগ-ক্ষোভ না ঝেড়ে তাদের স্বাধীনতা দিয়ে থাকেন বলিউডের এই সুপারস্টার। এমনটাই জানান নারিন।

ওয়েস্ট ইন্ডিজের এই বোলার বলেন, প্রথমত, যেভাবে তিনি সবার সঙ্গে কথা বলে, তাতেই মনে হয় তিনি মাটির মানুষ। দ্বিতীয়ত, দলের সবাইকে ভালবাসেন তিনি। তার থেকে ভাল মালিক আর হয় না। তৃতীয়ত, নিজের মতো ক্রিকেট খেলায় সব রকম স্বাধীনতা দেন তিনি। চতুর্থত, জিতি-হারি বা ড্র করি, শাহরুখের প্রতিক্রিয়া একই রকম দেখি সবসময়। 

এ পর্যন্ত কলকাতার হয়ে ১৭৭ ম্যাচ খেলেছেন নারিন। নিয়েছেন ১৮০টি উইকেট। ব্যাট হাতেও অনেক অবদান রয়েছে তারা। লম্বা সময় ধরে দলের হয়ে পারফর্ম করা এই তারকা কলকাতাকে নিজের পরিবারই মনে করেন। তিনি বলেন, আবার এখানে ফিরে ভালো লাগছে। কলকাতায় আসতে সব সময় ভালোবাসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়