শিরোনাম
◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত-কোহলিরা ৮১ কোটি টাকা বোনাস পাচ্ছেন

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে  অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। এই টুর্নামেন্ট জিতে কোহলি-রোহিতরা পুরস্কার হিসেবে যে প্রাইজমানি পেয়েছিল তা ছিল ২৭ কোটি টাকারও বেশি। এবার নিজ বোর্ড (বিসিসিআই) থেকেও সুখবর পেল ভারতীয় দল। চ্যাম্পিয়ন হবার সুবাদে বোর্ডের পক্ষ থেকে তারা আরও পাচ্ছে ৫৮ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা ৮১ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি রজার বিনি এই বোনাসের খবর জানান। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও নির্বাচক প্যানেলও এই বোনাসের আওতায় থাকবেন।

বিসিসিআই সভাপতি বলেন, ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য।

উল্লেখ্য, আইসিসি থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের জন্য ভারত পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে। তবে সেই টাকার চেয়ে বোনাসটা এলো আরও বড় অঙ্কের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়